১৩ই জানুয়ারি (বুধবার) নগরীর ৩৭ ওয়ার্ডের চিত্র এটি। মুরুব্বিদের সাথে মুসাফাহ করে দোয়া প্রার্থনা করছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের বিএনপি মনোনীত প্রার্থী ডা.শাহাদাত হোসেন।

উক্ত গণসংযোগে তিনি বলেন, চট্টগ্রামের বুকে বন্দর হওয়া সত্তেও চট্টগ্রামের মানুষ বন্দরে চাকুরী পায় না। কিন্তু অসাধু মহল টাকা ঘুষ নিয়ে বন্দরে অযোগ্য লোক নিচ্ছেন। মেয়র নির্বাচিত হলে তিনি বেকার সমস্যার উপর বিশেষ গুরুত্ব দিবেন।

তিনি আরও বলেন, জনগণকে নিজ স্বার্থে এগিয়ে আসতে হবে। ভোটাধিকার নিশ্চিত করতে হবে। তা না হলে গনতন্ত্র হারিয়ে যাবে।

এর আগেও অন্য গণসংযোগে তিনি বলেন, চসিকের অধীনে নগরীতে যে ৫৬টি স্বাস্থকেন্দ্র এবং ৫টি হাসপাতাল রয়েছে সেগুলোকে উন্নত সুযোগ সুবিধা বৃদ্ধি ও সংস্কার করার পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে মা ও শিশু এবং বয়স্কদের জন্য রোগ নিরাময় কেন্দ্র প্রতিষ্ঠা, শিশুদের জন্য ৬/৭ বেডের এনআইসিও চালু করার পরিকল্পনা রয়েছে।

‘যাতে মা ও শিশুদের উন্নত সেবার পাশাপশি বয়স্করা বাত—ব্যাথাসহ নানান রোগের চিকিৎসা নিজ এলাকায় পেতে পারেন। একই সাথে প্রতিটি ওয়ার্ডে একটি আইসোলেশন সেন্টার করে সেগুলোতে অক্সিজেন সিলিন্ডার ও হাইফ্লো ক্যানোলার ব্যবস্থা করতে পারলে করোনা রোগীদের দুভোর্গ কমে যাবে।