মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যানুযায়ী, এশিয়ান ইউনিভার্সিটি, গণবিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি, ইবাইস ইউনিভার্সিটি, দি মিলেনিয়াম ইউনিভার্সিটি, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি এবং ব্রিটেনিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ তিনটি পদই শূন্য।
উপাচার্য, ট্রেজারার নেই ১৫টিতে :
উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের পদ শূন্য রয়েছে ১৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। এগুলো হলো সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি, দি পিপল ইউনিভার্সিটি অব বাংলাদেশ, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, রয়্যাল ইউনিভার্সিটি, হামদর্দ বিশ্ববিদ্যালয়, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়, চিটাগং ইন্ডিপেন্ডেট ইউনিভার্সিটি, জার্মান ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব স্কলার্স, ফারইস্ট ইউনিভার্সিটি এবং এনপিআই ইউনিভার্সিটিতে উপাচার্য ও কোষাধ্যক্ষের পদ শূন্য।
উপ-উপাচার্য নেই ৩৩টিতে :
আহসানউলস্না ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি, প্রিমিয়ার ইউনিভার্সিটি, প্রাইম ইউনিভার্সিটি, নর্দান ইউনিভার্সিটি-বাংলাদেশ, ইস্টার্ন ইউনিভার্সিটি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস), অতীশ দীপংকর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি, আশা ইউনিভার্সিটি বাংলাদেশ, ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং ঈশাখাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ।
এই তালিকায় আরও রয়েছে জেডএইচ সিকদার সাইন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস, ফেনী ইউনিভার্সিটি, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, নটরডেম ইউনিভার্সিটি বাংলাদেশ, টাইমস ইউনিভার্সিটি, রাজশাহী সাইন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, রনদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়, জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ, গেস্নাবাল ইউনিভার্সিটি বাংলাদেশ, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজি, আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, রবীন্দ্র মৈত্রী ইউনিভার্সিটি, সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইউনিভার্সিটি অব গেস্নাবাল ভিলেজ।
কোষাধ্যক্ষের পদ শূন্য ৭টিতে :
নর্থ সাউথ ইউনির্ভাসিটি, ইনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, ইউনির্ভাসিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, স্টামফোর্ড ইউনির্ভাসিটি-বাংলাদেশ, বাংলাদেশ ইউনির্ভাসিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি), প্রেসিডেন্সি ইউনিভার্সিটি।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী দেশে ১০৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ১৩টিতে এখনো শিক্ষা কার্যক্রম শুরু হয়নি।