চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত দুই মেয়র প্রার্থী নিজ নিজ দলীয় প্রতীক নিয়ে শুক্রবার (৮ জানুয়ারি) জুমা’র নামাজের পর আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন।

নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী এবং ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী হয়েছেন নগর বিএনপি’র সভাপতি ডা. শাহাদাত হোসেন।

শুক্রবার জুমা’র নামাজের পর চট্টগ্রামে আমানত শাহ (র.) এর মাজার জেয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন বিএনপি মনোনীত প্রার্থী ড. শাহাদাত হোসেন।

অপরদিকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরী নগরীর বহদ্দার হাট এলাকার বহদ্দার বাড়ি জামে মসজিদে নামাজ আদায় শেষে নিজের বাবা মায়ের কবর জেয়ারতের মধ্যে দিয়ে নিজের নির্বাচনি প্রচারণা শুরু করেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ছাড়াও মেয়র পদে অন্যান্য দলীয় প্রার্থীরা হলেন- বাংলাদেশ ইসলামি ফ্রন্টের এম এ মতিন (মোমবাতি), ন্যাশনাল পিপলস পার্টির আবুল মনজুর (আম), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ওয়াহেদ মুরাদ (চেয়ার), ইসলামী আন্দোলন বাংলাদেশের জান্নাতুল ইসলাম (হাতপাখা) এবং স্বতন্ত্র প্রার্থী খোকন চৌধুরী।

নির্বাচন কর্মকর্তা জানান, করোনাকালীন নির্বাচন স্থগিত সময়ে নির্বাচনের ৪টি ওয়ার্ডে ৪ জন কাউন্সিলর প্রার্থী মৃত্যুবরণ করেন।  উক্ত ৪ ওয়ার্ডে নতুন করে তফসীল ঘোষণার পর আজ (শুক্রবার) নতুন প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।  তারা প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন।