অনলাইন ডেস্ক
মুসলিমদের তীব্র সমালোচনার পরও মাদরাসা বন্ধে আইন পাশ করেছে আসাম প্রদেশের সরকার। গতকাল বুধবার (৩০ ডিসেম্বর) মানসম্পন্ন শিক্ষা না থাকার অভিযোগে আইনটি পাশ করা হয়। খরব রয়টার্সের।
এদিকে আগামী এপ্রিলের মধ্যে উত্তর-পূর্বাঞ্চলীয় আসামের সাত শর বেশি মাদরাসা বন্ধ করে দেওয়া হবে বলে এক জনসভায় জানিয়েছেন প্রদেশের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
ভারতীয় জনতা পার্টির (বিজেপি)-এর জেষ্ঠ্য নেতা শর্মা আরো বলেন, ‘মুসলিম সংখ্যালঘু সম্প্রদায় থেকে মসজিদের ইমামের চেয়ে চিকিৎসক, পুলিশ কর্মকর্তা, শিক্ষক ও আমলা আমাদের অনেক বেশি প্রয়োজন।’
তিনি আরো বলেন, ‘সরকার এই প্রতিষ্ঠানগুলোকে প্রচলিত স্কুল হিসেবে প্রতিষ্ঠা করবে। কারণ মাদরাসায় প্রদত্ত শিক্ষা কাউকে পার্থিব উন্নতির জন্য প্রস্তুত করে না।’
সরকারের এ পদক্ষেপ মুসলিমদের আঘাত করবে বলে জানায় বিরোধী দল। ‘মুসলিমদের নিশ্চহ্ন করার পরিকল্পনা’ বলে জানান বিরোধী দলীয় নেতা ওয়াজেদ আলি চৌধুরি।
সূত্র : রয়টার্স