সীতাকুণ্ডে সোনাইছড়ি এলাকায় মাটির নিচথেকে ছিনতাই হওয়া টাকা উদ্ধার করেছে পুলিশ।এঘটনার সাথে জড়িত এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। (২৬ মে) মঙ্গলবার বিকেলে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামরা এলাকায় ছিনতাইকারীর বাড়ি থেকে সীতাকুণ্ডের (সার্কেল) এডিশনাল এসপি শম্পা রানী সাহার নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১ লাখ ৫ হাজার ৫’শ টাকা উদ্ধার করেন।
থানা সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগরীর মাদারবাড়িস্থ চাঁদ পরিবহন সংস্থার একটি কাভার্ডভ্যানে করে ম্যানেজার শামীম আফছান ও গাড়িচালক সুমন ঢাকা থেকে শুক্রবার রাতে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করেন। তার পরের দিন (২৩ মে শনিবার) ভোর আনুমানিক ৪টার সময় তিনি সীতাকুণ্ড উপজেলার জোড়আমতল এলাকায় পৌছালে এসময় গাড়ি থামিয়ে শামীম টয়লেটে গেলে ৩/৪ জন ছিনতাইকারী গাড়িচালককে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যাগে থাকা ২ লাখ ১০ হাজার ও ৩টি ব্যাংক চেক হাতিয়ে নেয়।
সুমনের চিৎকারে শামীম এগিয়ে আসলে ছিনতাইকারীরা তাকেও জিম্মি করে দুইজনের সাথে থাকা আরো ২০ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। এ ঘটনায় চাঁদ পরিবহনের ম্যানেজার শামীম এবিষয়ে তখন সীতাকুণ্ড মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে পুলিশ অনুসন্ধান চালিয়ে সোনাইছড়ি ইউনিয়নের উত্তর ঘোড়ামরা ছরারকুল গ্রামের বাসিন্দা মনির হোসেন এর পুত্র ইকবাল হোসেন প্রকাশ বাংলা ভাই (২৬) কে গ্রেপ্তার করে সোমবার রিমান্ডে আনা হলে পুলিশের জিজ্ঞাসাবাদে ইকবাল ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে সে। এরপর (২৬ মে ) মঙ্গলবার বিকেলে তার বাড়িতে অভিযান চালিয়ে ঘরের মাটির নিচ থেকে লুকানো ১ লাখ ৫ হাজার ৫’শ টাকা উদ্ধার করে পুলিশ।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মোঃ ফিরোজ হোসেন মোল্লা বলেন, ছিনতাইকারী সংঘবদ্ধ একটি চক্র কাভার্ডভ্যান চালক ও ম্যানেজারকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, চেক ও মোবাইল ছিনতাই করেছিল। তখন তারা কাউকে চিনতে না পারায় অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করে মামলা করে ছিলেন শামীম।
ঘটনার পর আমরা অনুসন্ধান করে ইকবালকে গ্রেপ্তার করে রিমান্ডে আনা হলে ছিনতাইয়ের সাথে জড়িত থাকার বিষয়টি ইকবাল স্বীকার করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে তার ঘরের মাটি নিচে লুকিয়ে রাখা ১ লাখ ৫ হাজার ৫’শ টাকা উদ্ধার করি।এঘটনার সাথে জড়িত অন্য আসামিদেরও গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে।
আরো পড়ুন: চট্টগ্রামের খবর