চট্টগ্রামে করোনা

চট্টগ্রামে নতুন করে একদিনে আরও ১৬৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৬৪৫ জনে।

শনিবার (২২ মে) রাতে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

এই দিন চট্টগ্রামের তিনটি ল্যাব বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি), চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) মোট ৪৫১ টি নমুনা পরীক্ষা করা হয়।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, বিআইটিআইডিতে ২৪৬টি, চমেকে ১৪০টি এবং সিভাসুতে ৫০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে যথাক্রমে ৬২, ৯৮ ও কক্সবাজারে ৬ জনসহ মোট ১৬৬ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়। এছাড়া সিভাসু ল্যাবে কারও করোনা শনাক্ত হয়নি।

এদিকে র‌্যাব-৭ চট্টগ্রামে নয় সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের বয়স যথাক্রমে ২৬, ৩২, ৩৩, ৩৮, ৪৩, ৪৭ ও ৫১। এছাড়া রয়েছেন ৩৭ বছর বয়সী দুই সদস্যও।

অন্যদিকে চট্টগ্রামের শিল্প পুলিশে আরও সাতজন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২০ বছর বয়সী দুজন এবং ২১ বছর বয়সী দুই সদস্য রয়েছেন। এছাড়া ১৯, ২২, ২৮ বছর বয়সী আরও তিন সদস্য আছেন।

আরো পড়ুন: চট্টগ্রামেই করোনা ভাইরাস ছড়ানোর সর্বোচ্চ ঝুঁকি