পটিয়া আমির ভা-ারে দরবার শরীফে চতুর্থ দিবস পালিত

গত ১ নভেম্বর থেকে শুরু পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে ১২দিনব্যাপী খতমে সালাওয়াতে রাসুল (স.) মাহফিলের চতুর্থ দিবস অনুষ্ঠিত হয় আমির ভা-ার দরবার শরীফে ।
প্রধান আলোচক ছিলেন গহিরা এফকে জামিউল উলুম কামিল মাদ্রাসার শাইখুল হাদিস হযরতুলহাজ আল্লামা মুফতি মোহাম্মদ ইব্রাহিম আল কাদেরী। আলোচনায় অংশ নেন ওয়াজেদিয়া আলিয়া মাদ্রাসার প্রভাষক হাফেজ মাওলানা মো. আবদুল হাই আব্দুল হাই আল কাদরী, হাটহাজারী দুরুমের মুখ জামে মসজিদের খতিব মাওলানা মো. ফরিদুল আলম রেজভী। মাহফিলে আরো অতিথি ছিলেন হাফেজ মো. আব্দুল আজিজ, শাহজাদা ফোরকানুল হক আমিরী, মাওলানা শাহজাদা সৈয়দ হুজ্জাতুল মুবাল্লিগ সুলতানপুরী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here