গার্মেন্টস চালু হওয়ায়, করোনা ঝুঁকিতে ঢাকায় ঢুকছে অসংখ্য মানুষ।
করোনা সংক্রমণ রোধে ঢাকায় প্রবেশ এবং বের হতে নিষেধাজ্ঞা থাকলেও গার্মেন্টস ও পোশাক কারখানা চালু হওয়ায় অনেকেই রাজধানী ঢাকাতে ঢুকছেন।
অন্যান্য দিনের তুলনায় (২৬ ফেব্রুয়ারী) রোববার সকালে হেঁটে রাজধানীতে মানুষের প্রবেশের সংখ্যা বেড়েছে। একইসঙ্গে যানবাহন চলাচলও বৃদ্ধি পেয়েছে।
পুলিশ বলছে, গত কয়েকদিন ঢাকায় প্রবেশের ক্ষেত্রে যে কড়াকড়ি ছিল পোশাক কারখানা চালুর মধ্য দিয়ে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে।
করোনা সংক্রমণ রোধে গত ৫ এপ্রিল থেকে জরুরি প্রয়োজন ছাড়া সবাইকে ঢাকায় প্রবেশ এবং বের হওয়া নিষিদ্ধের আদেশ ছিল।
আরো পড়ুন : করোনাভাইরাস