আমানতকারীদের ব্যাংকমুখী করতে ব্যাংক সার্ভিস চার্জ কমানোর পাশাািশি ১০ হাজার টাকা পর্যন্ত ব্যাংকে থাকলে কোন চার্জ নিতে নিষেধ করেছে বাংলাদেশ ব্যাংক। এতোদিন এ সীমা ছিল ৫ হাজার টাকা। ব্যাংকিং খাতে আমানত বৃদ্ধি ও ক্ষুদ্র আমানতকারীদের ব্যাংকমুখী করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এ সংক্রান্ত সাকুর্লার জারি করেছে দেশের সকল আর্থিক প্রতিষ্ঠানের অভিভাবক বাংলাদেশ ব্যাংক ।

সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো ওই সাকুর্লারে বলা হয়েছে, ২০০৯ সালের ২২ ডিসেম্বরের সার্কুলারে শুধুমাত্র হিসাব রক্ষণাবেক্ষণ ফি (অ্যাকাউন্ট মেইনটেন্যানস ফি) বাবদ প্রতি ষান্মাসিকে সঞ্চয়ী হিসাবে ৩০০ টাকা এবং চলতি হিসাবে ৫০০ টাকার অধিক আদায় করা যাবে না মর্মে নির্দেশনা প্রদান করা হয়েছিল।

২০১০ সালের ১৩ মে অপর এক সার্কুলারের মাধ্যমে সঞ্চয়ী হিসাবে ৫ হাজার টাকা পর্যন্ত গড় আমানত স্থিতির ক্ষেত্রে কোনো অ্যাকাউন্ট মেইনটেন্যানস ফি আদায় করা যাবে না এবং ২৫ হাজার টাকা পর্যন্ত গড় আমানত স্থিতির ক্ষেত্রে অ্যাকাউন্ট মেইনটেন্যানস ফি প্রতি ষাণ্মাসিকে সর্বোচ্চ ১০০ টাকা নির্ধারণ করা যাবে মর্মে নির্দেশনা দেয়া হয়েছিল।

এর আগে ৫ হাজার টাকা পর্যন্ত অ্যাকাউন্ট মেইনটেন্যান্স ফি ফ্রি ছিল এখন ১০ হাজার টাকা পর্যন্ত ফ্রি। আর ২৫ হাজার টাকা পর্যন্ত ছয়মাসে ১০০ টাকা। ২৫ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত অ্যাকাউন্টে জমা থাকলে সার্ভিস দিতে হবে প্রতি ছয়মাসে ২০০ টাকা, ২ লাখ টাকা থেকে ১০ টাকা পর্যন্ত জমা থাকলে ২৫০ টাকা এবং এর বেশি জমা থাকলে প্রতিছয়মাসে দিতে হবে ৩০০ টাকা।

আর চলতি হিসাবে এই সার্ভিস চার্জ ৫০০ টাকা থেকে কমিয়ে প্রতি ছয়মাসে ৩০০ টাকা করা হয়েছে। অর্থাৎ বছরে দুবার করে এই সার্ভিস চার্জ কাটবে ব্যাংকগুলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here