চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন সীতাকুণ্ড বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সন্দ্বীপ উপজেলার চাঞ্চল্যকর ধর্ষণের অভিযোগে প্রধান আসামি মোঃ মারুফ হোসেন (২১) কে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
ধর্ষণের অভিযোগে চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানায় গত ২ এপ্রিল ২০২০ ইং তারিখে ভিকটিমের বাবা প্রধান আসামি মোঃ মারুফ হোসেন ও অন্য একজন আসামীসহ মোট দুইজন আসামীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ধর্ষণের ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করে। এই ঘটনার প্রেক্ষিতে র্যাব ৭ ছায়া তদন্ত শুরু করে এবং ব্যাপক গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। ব্যাপক গোয়েন্দা নজরদারির এক পর্যায়ে, র্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে যে, উক্ত ধর্ষণ মামলার প্রধান আসামী চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন সীতাকুণ্ড বাজার এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর একটি আভিযানিক দল অদ্য ১৮ এপ্রিল ২০২০ ইং তারিখ ১৫৩০ ঘটিকার বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা কারলে র্যাব সদস্যরা আসামী মোঃ মারুফ হোসেন (২১), পিতা- মোঃ আঃ রউফ, গ্রাম- মুছাপুর (আলী মিয়া বাজার), থানা- সন্দ্বীপ, জেলা- চট্টগ্রাম’কে আটক করে।
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র্যাবের প্রতিষ্ঠালগ্ন থেকে ধর্ষক, চাঁদাবাজ, সন্ত্রাসী, ডাকাত, খুনি, বিপুল পরিমান অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, মাদক উদ্ধার, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি-র্যাব-৭