দেশবরেণ্য বর্ষীয়ান আলেম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ আহমদ শফীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১টায় চট্টগ্রামের এম.এ আজিজ স্টেডিয়াম থেকে এয়ার অ্যাম্বুলেন্স (হেলিকপ্টার) যোগে তাকে ঢাকা নিয়ে যাওয়া হয়।
দুপুর পৌনে ২ ঘটিকায় শফী সাহেব ঢাকা পৌঁছে ঢাকাস্থ প্রাইভেট হসপিটাল মপুরান ঢাকার গেন্ডারিয়ার অবস্থিত আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী এবং ব্যক্তিগত সহকারী মো. শফি।

বিষয়টি নিশ্চিত করে হেফাজত ইসলামের নেতা মাওলানা মাঈন উদ্দন রুহী বলেন, ‘আল্লামা শাহ আহমদ শফী সাহেব বেশ কয়েক দিন অসুস্থ। বিশেষ করে তাঁর বমি বন্ধ হচ্ছিল না। তাই উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়া হয়েছে ওনাকে।আমরা তাঁর শারীরিক সুস্থতায় জন্য দেশবাসীর কাছে তারা দোয়া চাই।’

উন্নত চিকিৎসার জন্য আল্লামা শফিকে হেলিকপ্টারে ঢাকা নিয়ে যাওয়ার সময় উপস্থিত ছিলেন হেফাজত ইসলামের কয়েকজন নেতা।

গত ১১ এপ্রিল (শনিবার) বিকাল সাড়ে ৫ টার দিকে আগে বমি, মাথাব্যাথা, শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় হেফাজত আমিরকে চট্টগ্রামের প্রবর্তক মোড়ের সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর থেকে সেখানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

শতবর্ষী প্রবীণ আলেম আল্লামা আহমদ শফী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here