চট্টগ্রামের পটিয়ায় করোনায় আক্রন্ত ৬ বছর বয়সী শিশু আশরাফুল আলম  মারা গেছে।

রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে চট্টগ্রাম জেনারল হাসপাতালেতার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

মৃত প্রতিবন্ধি আশরাফুল অলম (৬) পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ১ নং ওয়ার্ড ওসমান পাড়া প্রবাসী খলিলুর রহমান প্রকাল সজলের ছেলে।

রোববার দিবাগত রাত আড়াইটার দিকে চট্টগ্রাম জেনারল হাসপাতালে শিশুটির মারা যায় বলে জানিয়ে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি গনমাধ্যমকে বলেন, রোববার রাতে করোনা শনাক্ত হওয়ার পর শিশুটিকে রাত ২টা ১০ মিনিটে পটিয়া থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আনা হয়। রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাতকানিয়ার এক বৃদ্ধের মৃত্যু হয়।

এনিয়ে চট্টগ্রামে মহামারী এ রোগে মৃত্যু সংখ্যা দাড়ালো ২ জনে।

আরো পড়ুন : চট্টগ্রাম

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here