করোনায় আক্রান্ত সৌদি রাজপরিবারের ১৫০ সদস্য

জনতার ডেস্ক: দেশ জনতার বাণী

সৌদি রাজপরিবারের

সৌদি আরবের রাজপরিবারের ১৫০ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উল্লেখ্য করা হয়েছে।

রাজপরিবারের ঘনিষ্ঠ এক ব্যক্তি এ তথ্য নিশ্চিত করেছেন জানিয়ে পত্রিকাটি এ প্রতিবেদন করেছে। তবে আক্রান্ত সব সদস্যের পরিচয় জানায়নি পত্রিকাটি।

প্রতিবেদনে বলা হয়, রিয়াদের গভর্নর প্রিন্স ফয়সাল বিন বন্দর বিন আব্দুলাজিজ আল সৌদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসিইউতে রয়েছেন। কিং ফয়সাল হাসপাতলের দুই চিকিৎসক ও রাজপরিবারের ঘনিষ্ঠ দুই ব্যক্তি বিষয়টি নিউইয়র্ক টাইমসকে নিশ্চিত করেছেন। প্রিন্স ফয়সাল বাদশাহ সালমানের ভাতিজা।

৮৪ বছর বয়সী বাদশাহ সালমান জেদ্দা শহরের কাছে লোহিত সাগরের একটি দ্বীপে অবস্থান করছেন। করোনাভাইরাস থেকে রেহাই পেতেই সুরক্ষিত ওই দ্বীপে অবস্থান করছেন তিনি। তার ছেলে যুবরাজ মোহাম্মদ বিন সালমান একই দ্বীপে কয়েকজন মন্ত্রীর সঙ্গে অবস্থান করছেন।

সৌদি আরবে প্রথম করোনাভাইরাস ধরা পড়ার ছয় সপ্তাহ পর জানা গেল দেশটির রাজপরিবারের ১৫০ সদস্যও ভাইরাসটিতে আক্রান্ত। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৩ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ৪১ জনের।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়ার বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, কয়েক সপ্তাহের মধ্যে সৌদিতে করোনা সংক্রমণের সংখ্যা সর্বনিম্ন ১০ হাজার থেকে দুই লাখ পর্যন্ত হতে পারে।

সৌদি আরবে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩১ জন।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন আক্রান্তের সংখ্যা ৩২৭ জন। এ নিয়ে মোট আক্রান্ত দাঁড়িয়েছে তিন হাজার ১২২ জনে।

সৌদি আরবে প্রতিদিন কয়েক দফায় প্রচুর করোনা রোগী শনাক্ত করা হচ্ছে। বুধবার (৮ এপ্রিল) কয়েক দফায় মোট ৩২৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ইতোমধ্যেই কারফিউ জারি করা হয়েছে রিয়াদ, জেদ্দা, মক্কা, মদিনা ও আরও বেশকিছু শহরে।

কারফিউ এবং করোনা প্রতিরোধের নির্দেশ না মানলে অমান্যকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে সরকার।

আরো পড়ুন :আন্তর্জাতিক   মৃত্যুপুরী যুক্তরাষ্ট্র

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here