লকডাউন

চট্টগ্রাম শহর থেকে লকডাউন থাকা অবস্থায় পালিয়ে আসা লোহাগাড়া সদর ইউনিয়নের রশিদার পাড়ার এক পরিবারকে লকডাউন করেছে উপজেলা প্রশাসন। ৮ এপ্রিল বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌছিফ আহমেদ বাড়িটি লগডাউন করে দেন।
জানা যায়, চট্টগ্রাম নগরীর বহদ্দার হাট এলাকায় নাজির কমিশনারের বিল্ডিং এ করোনায় আক্রান্তে একজনের মৃত্যুে হলে বিল্ডিংটি লগডাউন করে দেন প্রশাসন। সেখানে ভাড়াবাসায় থাকতেন লোহাগাড়ার রশিদার পাড়ার ইদ্রিসসহ পরিবারের ৪সদস্য। তারা চট্টগ্রাম বাসা থেকে ২দিন পুর্বে কৌশলে তাদের নিজ বাড়ী লোহাগাড়ার রশিদার পাড়ায়য় চলে আসে।
খবর পেয়ে রশিদার পাড়াস্থ বাড়িটি লক ডাউন করে লাল পতাকা টাঙ্গিয়ে দেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌছিফ আহমেদ।
তাৎক্ষণিক তাদের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাবার প্রদান করা হয়।
এসময় উপস্হিত ছিলেন কক্সবাজার ১০পদাতিক ডিভিশনের লেফটেন্যান্ট এনায়েত কবির, লোহাগাড়া থানার এসআই মুহাম্মদ মাহফুজ।

আরো পড়ুন : চট্টগ্রাম   বাঁশখালী লকডাউন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here