প্রেসক্লাব

শেখ সালাউদ্দিন,সীতাকুণ্ড প্রতিনিধি:
দেশের অন্যান্য জেলা উপজেলার মত লকডাউনে বিপাকে পড়ে যায় সীতাকুুণ্ডের সাধারণ মানুষও। আর তাদের পাশে দাঁড়িয়ে উপজেলা প্রশাসন,সীতাকুণ্ড প্রেসক্লাব, দুটি ইউনিয়ন পরিষদ ও বিভিন্ন ব্যক্তিবর্গকে মোট ১৫ টন চাল বিতরণ করেছেন উপজেলার ভাটিয়ারীস্থ প্রিমিয়াম ট্রেড কর্পোরেশন লিমিটেড এর চেয়ারম্যান মোঃ এস.এম নুরুন নবী মানিক। উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়ের মাধ্যমে সকল প্রতিষ্ঠানকে চাল গুলো তুলে দেন। এ বিষয়ে প্রিমিয়াম ট্রেড কর্পোরেশনের চেয়ারম্যান এস.এম নুরুন নবী মানিক বলেন, লকডাউনের এই দুঃসময়ে সীতাকু-ের সাধারণ মানুষের হাতে যেন ত্রান পৌঁছায় সে লক্ষে আমি উপজেলা প্রশাসন, প্রেসক্লাব, দুটি ইউনিয়ন পরিষদ, স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতৃবৃন্দকে এসব চাউল বিতরণ করেছি। প্রেসক্লাবের সাংবাদিকরা দেশের এ ক্রান্তি লগ্নে নিরবিচ্ছিন্নভাবে সমাজকে সেবা দিয়ে যাচ্ছে। তাই প্রেসক্লাবকে নিজস্ব তহবিলের জন্য চাউলগুলো প্রদান করা হয়েছে। এছাড়া অন্যরা তাদের চাউল সমাজের অবহেলিত মানুষকে পৌঁছে দেবেন এই প্রত্যাশা করি। চাল বিতরণকালে এসময় উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, প্রিমিয়াম ট্রেড কর্পোরেশনের এর অঙ্গ প্রতিষ্ঠান মাহিনুর শিপ রি-সাইক্লিং লিমিটেড এর এমডি নাজমুল হুদা তানভীর, জেনারেল ম্যানেজার মোঃ নজরুল ইসলাম,ভাটিয়ারী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা খায়রুল আজম জসীমসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রতিনিধিগণ।

আরো পড়ুন : প্রেস বিজ্ঞপ্তি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here