চট্টগ্রাম: জেনারেল হাসপাতালে আইসোলেশন চিকিৎসাধীন অবস্থায় মুক্তিযোদ্ধা মো. আলীমুল্লাহর মৃত্যু হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়েছে বলে জানান জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার।

তিনি বলেন, আজ একজনের মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় জ্বর সর্দি কাশি এবং শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে আইসোলেশনে ভর্তি হয়েছিলেন তিনি। নমুনা পরীক্ষার জন্য ইতিমধ্যে বিআইটিআইডিতে পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফল আসলে করোনা আক্রান্ত কিনা তা জানা যাবে।

তিনি বলেন, পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে তিনি ধূমপায়ী ছিলেন। এর আগেও শ্বাসকষ্টজনিত রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বিদেশফেরত কারও সঙ্গে আগে যোগাযোগের কোনো ঘটনা ঘটেনি তবে রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় বিভিন্ন সময় বিভিন্ন জনের সঙ্গে মেলামেশা করতে হতো বলে পরিবার দাবি করেছেন।

হাসপাতাল সুত্রে জানা গেছে এখন পর্যন্ত চট্টগ্রামে ৬ জন আইসোলেশনে রয়েছে।

এর আগে চট্টগ্রামের বিআইটিআইডিতে আইসোলেশনে থাকাবস্থায় এক নারীর মৃত্যু হয়। চট্টগ্রামের জেনারেল হাসপাতাল আরও এক যুবকের মৃত্যু হয় আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here