জনতার বাণী ডেস্ক, নিজস্ব প্রতিবেদক.
করোনা আতঙ্কে চট্টগ্রাম জেলার আওতাধীন আনোয়ারা উপজেলার শিলাইগড়া গ্রাম লক ডাউন ঘোষণা

গলাব্যথায় আক্রান্ত এক যুবককে রোববার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর মৃত্যু হলে , করোনা সন্দেহে আনোয়ারা উপজেলার শিলাইগড়া গ্রামের আংশিক লকডাউন করেছে প্রশাসন।

স্থানীয় সূত্র জানায়, রোববার সকালে শিলাইগড়া গ্রামের ওই যুবক গলাব্যথায আক্রান্ত হলে তার মা চা খেতে দেন। চা খাওয়ার পর তার ব্যথা আরো বেড়ে গেলে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যায় সেখানেই তার মৃত্যু হয়।

খবরটি ছড়িয়ে পড়ার পর এলাকায় আতংক বিরাজ করছে। করোনা সন্দেহের ওই যুবক গ্রামে একটি চায়ের দোকান চালাতেন।

এসময় আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ ওই যুবকের গ্রামের বাড়িতে এসে খোঁজ খবর নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদ বলেন সতর্কতা হিসাবে রাতেই ঔ গ্রামের একটা এলাকা সাময়িক লকডাউন করা হয়েছে। এখান থেকে কেউ ঢুকতে পারছে না, বের হতে পারছে।

মৃত ব্যক্তির পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়েছে। রিপোর্ট আজ সোমবার রাতে বা আগামীকাল মঙ্গলবার পাওয়া যাবে বলে জানা যায়।

এক সুত্র থেকে জানা যায়, হাসপাতাল থেকে তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসা হচ্ছে। আনার পর সরকারি বিধিনিষেধ অনুসরণ করে তার দাফন সম্পন্ন হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here