আন্তজাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশ-এর স্বনামধন্য ক্লাব এপেক্স ক্লাব অব বার-আউলিয়ার উদ্যোগে ৩ এপ্রিল, ২০২০ চট্টগ্রামে কম ভাগ্যবান তথা দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। করোনা ভাইরাস প্রতিরোধে ঘরে থাকার ঘোষণায় বিপাকে পড়েছে নিম্ম আয়ের মানুষ। এই অবস্থায় কর্মহীন শ্রমজীবি মানুষের দুর্ভোগে আসহায় মানুষের পাশে দাড়ালেন এপেক্স ক্লাব অব বার-আউলিয়া। চট্টগ্রামের মুরাদপুর ও মোহাম্মাদপুর এলাকার প্রায় ১০০টি পরিবারের মাঝে ত্রান বিতরন করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা এপেক্সিয়ান ড. এস এম হাসান আলী, সভাপতি এপেক্সিয়ন বশির আহমেদ মনি, আইপিপি এপেক্সিয়ন নাসিম উদ্দিন, সিনিয়র সহ- সভাপতি এপেক্সিয়ন আনোয়ারুল কাদের চৌধুরী,জুনিয়র সহ-সভাপতি এপেক্সিয়ন মোঃ জিয়াউল হক জিয়া, এছাড়া কমিটির অন্যান্যদের মাঝে এপেক্সিয়ন ফয়সাল ফরিদ, এপেক্সিয়ন সৈয়দ মিয়া হাসন ও এপেক্সিয়ন ডি এম সোলায়মান প্রমূখ। এ সময় এপেক্সিয়ান ড. এস এম হাসান বলেন, সামজিক দায়বদ্ধতা থেকে অসহায়দের পাশে দাড়নো আমাদের কর্তব্য মনে করেছি,তাই এই ক্ষুদ্র প্রয়াস। করোনা মোকাবেলা করা সকলের দায়িত্ব। সামাজিক দূরত্ব বজায় রেখে সকলকে ঘরে থাকার অনুরোধ করেন তিনি।