অনলাইন ডেস্ক,
সরকারী ত্রাণ বিতরণে ছাত্রলীগ নেতাকে না বলায় ইউপি মেম্বারকে হুমকি ও যুবলীগ নেতাকে হামলা।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মোহাম্মদ সেলিম উদ্দিনকে ত্রাণ বিতরণে না বলায় বড়উঠান ইউনিয়ন ০৯ নং ওর্য়াডের ইউপি সদস্য সাজ্জাদ খান সুমনকে হুমকি পরে কর্ণফুলী উপজেলা আওয়ামী যুবলীগের শিক্ষা উপ পাঠাগার বিষয়ক সম্পাদক ফখরুল আবেদীন খান জিকুর উপর অতর্কিত হামলা চালিয়েছে।

সোমবার ০১ ই এপ্রিল চট্টগ্রাম দক্ষিণ জেলা কর্ণফুলী উপজেলার নং বড়উঠান ইউনিয়নের ০৯ ওর্য়াডের ডাকপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

জানা যায় গত ৩১শে মার্চ সন্ধায় ছাত্রলীগ নেতা সেলিম উদ্দিন ইউ পি সদস্য সাজ্জাদ খান সুমনকে ফোন দিয়ে বলে ত্রাণ বিতরণ করতেছেন আমাকে বলেন নাই কেন। আমিতো দক্ষিণ জেলার নেতা।

ইউ পি সদস্য সাজ্জাদ খান সুমন বলেন গতকাল সেলিম আমাকে ফোন দিয়ে বলে আমি জেলার নেতা আমাকে বলেন নাই কেন।তিনি বলেন আমি একটা জানাযায় ছিলাম তাই ওর ফোন কেটে দি।

পরে আমি ডাকপাড়া এলাকায় এসে সেলিম কে ফোন দিলে ও আমাকে বলে তুমি তো সামন্য ওর্য়াড মেম্বার আর আমিতো পুরো জেলার নেতা।

এর পরে তর্কাতর্কি হলে এলাকার লোকজন জড়ো হয়।

এর পরের দিন আজ বুধবার বিকেলে ছাত্রলীগ নেতা সেলিম উদ্দিন তার বাহিনী অর্থাৎ ভাড়াটিয়া গুন্ডা সহ ডাকপাড়া এলাকায় এসে কর্ণফুলী উপজেলা আওয়ামী যুবলীগের শিক্ষা উপ পাঠাগার বিষয়ক সম্পাদক ফখরুল আবেদীন খান জিকুর উপর বিতর্কত হামলা চালিয়েছে।

এই বিষয়ে জানতে ঘটনার সত্যতা নিশ্চিত করে ২ নং বড়উঠান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী রফিক উল্লাহ বলেন এটা আসলে একটা খুবই দুঃখ জনক ঘটনা। এই ঘটনা নিয়ে আমি খুবই লজ্জিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here