লোহাগাড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে ঘরে থাকার ঘোষণায় বিপাকে পড়েছে নিম্ম আয়ের মানুষ। এই অবস্থায় কর্মহীন শ্রমজীবি মানুষের দুর্ভোগে আসহায় মানুষের পাশে দাড়ালেন লোহাগড়া উপজেলার উজিরভিটা দক্ষিন সুখছড়ি গোল মোহাম্মদ পাড়ার মোজাম্বিক প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক জনাব নেছার আহমেদ। তিনি আজ মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় প্রতি ব্যাগে ২৫ কেজি চাউল,২ কেজি ডাল,২ কেজি ছোলা ২ লিটার পুষ্টি তেল,২ কেজি পিয়াজ,১ কেজি চিনি,সর্বমোট ৩৪ কেজি খাদ্য দ্রব্যে সামগ্রী ৫৫০ পরিবারের মধ্যে বিতরণ করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব সালেহ আহমেদ,ব্যাংকার জানে আলম,নুরুচছাফা,গিয়াস উদ্দিন,হাফেজ সেলিম,ফয়েজ আহমেদ, রাশেদ, জামাল, নেজাম মিস্ত্রি, আবছার, কুতুব প্রমূখ। এ সময় জনাব নেছার আহমেদ বলেন সামজিক দায়বদ্ধতা থেকে অসহায়দের পাশে দাড়নো নিজ কর্তব্য মনে করেছি,তাই এই ক্ষুদ্র প্রয়াস। করোনা মোকাবেলা করা সকলের দায়িত্ব। সামাজিক দূরত্ব বজায় রেখে সকলকে ঘরে থাকার অনুরোধ করেন তিনি।