মাস দুয়েক আগে স্বপ্নবাজি ছবির জন্য ফটোশুট করেন ঐশী। ওই ছবিতে দেখা গেছে আরও দুই নায়িকা মাহিয়া মাহি, জান্নাতুল পিয়া ও পরিচালক রায়হান রাফিকে। বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও এসেছে। ঐশী যে স্বপ্নবাজি ছবিতে অভিনয় করবেন, তার খবরও বেরিয়েছে বিভিন্ন গণমাধ্যমে। চুক্তি না হলেও অভিনয়ের বিষয়টি চূড়ান্তই ছিল এই মিস ওয়ার্ল্ড বাংলাদেশের।
এখন হঠাৎই শোনা যাচ্ছে, স্বপ্নবাজি ছবিতে ঐশী অভিনয় করছেন না বা করতে পারছেন না।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে ঐশী বলেন, ‘স্বপ্নবাজি ছবিতে কাজের ব্যাপারটি চূড়ান্ত ছিল। ছবির জন্য কয়েকটি ফটোশুটও করেছি। কিন্তু গল্পে আমার চরিত্রের কিছু জায়গায় পোশাক–পরিচ্ছদ ও ধূমপানের একটা বিষয় আছে। আমি ভেবে দেখলাম, এখন এসব বিষয়ে আমি প্রস্তুত নই। বিষয়টি নিয়ে পরিচালকের সঙ্গে কথাও বলি। কিন্তু গল্পের প্রয়োজনে ওই উপাদানগুলো জরুরী। পরিচালকের সঙ্গে সমঝোতা করেই সরে এলাম।’
এদিকে ছবি থেকে ঐশীর সরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক রায়হান রাফি। তিনি বলেন, ঐশী ভালো মেয়ে। ছবিতে যে জায়গাগুলোকে ঐশী সমস্যা মনে করছেন, গল্পের প্রয়োজনে তা পরিবর্তন করা সম্ভব নয়। এ কারণেই চরিত্রটি ঐশী করছেন না।