জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাহিত্য সংসদ ‘ইংক’-এর আয়োজনে বিশ্ববিদ্যালয়পড়ুয়া লেখকদের নিয়ে ক্রিয়েটিভ রাইটিংয়ের ওপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ৯টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে দিনব্যাপী কর্মশালাটিতে প্রশিক্ষক হিসেবে ছিলেন দৈনিক প্রথম আলোর সাহিত্য সম্পাদক কবি আলতাফ শাহনেওয়াজ ও ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক গল্পকার মেহেদী উল্লাহ। ২২ জন নির্বাচিত লেখক নিয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শেষে প্রত্যেকের হাতে সনদ তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মুস্তাফিজুর রহমান। কর্মশালাটির তত্ত্বাবধানে ছিলেন ‘ইংক’-এর উপদেষ্টা কথাসাহিত্যিক উম্মে ফারহানা ও ক্লাবের মডারেটর কবি আবদুল্লাহ আল মুক্তাদির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here