জনতার বাণী অনলাইন ডেস্ক,
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মোবাইল প্রতীক পেলেন মাহমুদা সোলতানা চৌধুরী ঝর্ণা ।
সোমবার (৯ ফেব্রুয়ারী) দুপুরে চট্টগ্রাম রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়। এসময় লটারী ড্রয়ের মাধ্যমে মোবাইল প্রতীক পান ঝর্ণা।
মোবাইল প্রতীক পাওয়ার পর এক বিবৃতিতে চৌধুরী ঝর্ণা আগামী ২৯ মার্চের চসিক নির্বাচনে তাঁকে মোবাইল প্রতীকে ভোট দেবার জন্য বাকলিয়া সংরক্ষিত মহিলা আসন ১৭, ১৮ ও ১৯ ওয়ার্ডের সম্মানিত ভোটারদের কাছে আহবান জানিয়েছেন এবং বাকলিয়া বাসীর কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন।
এর আগে ২৩ ফেব্রুয়ারী (সংরক্ষিত আসন-৬) ১৭, ১৮ ও ১৯ নং বাকলিয়া ওয়ার্ড হতে মহিলা কাউন্সিলর পদে একক প্রার্থী হিসেবে বিএনপি’র দলীয় মনোনয়ন পান ঝর্ণা ।

গত ১৬ ফেব্রুয়ারী নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ মার্চ বানিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচন অনুষ্ঠিত হইবে।
নির্বাচন কমিশনের নতুন নিয়মানুযায়ী ঐদিন ভোট গ্রহণ ৮’টার পরিবর্তে সকাল ৯’টা থেকে বিকেল ৫’ঘটিকা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here