বিশ্বের ১০৪তম দেশ হিসেবে বাংলাদেশে শনাক্ত হয়েছে করোনা। করোনা সংক্রমণের পর বহির্বিশ্বের সাথে বাংলাদেশের যোগাযোগ কেমন হওয়া উচিত তা নিয়ে গণভবনে জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন।

রবিবার (৮ মার্চ) রাত আটটায় তাদের বৈঠক শুরু হয়।এর আগে, বাংলাদেশে তিনজন করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, আক্রান্তদের দুজন পুরুষ ও একজন নারী। এদের মধ্যে দুজন ইতালি ফেরত। একজন এক ইতালিপ্রবাসীর পরিবারের সদস্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here