নিউজ ডেস্ক, এম জাফরান আদনান.
আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে কাউন্সিলর পদে আওয়ামী লীগের দলীয় নমিনেশন ফরম জমা দিয়েছেন ওয়াসিম উদ্দিন চৌধুরী।
২৬ ফেব্রুয়ারী বিকেল ৪ ঘটিকায় ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড হতে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্থানীয় নির্বাচন কমিশন অফিসে এই নমিনেশন পেপার জমা দেন ওয়াসিম উদ্দিন।
ওয়াসিম উদ্দিন চট্টগ্রাম ওমরগনি এম ই এস কলেজ ছাত্র সংসদের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ও নগর যুবলীগ আহবায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে ১৯ ফেব্রুয়ারী বাংলাদেশ আ.লীগের দলীয় কার্যালয় হতে ১৩ নং পাহাড়তলী ওয়ার্ডে ১ম বারের মত কাউন্সিলর পদে আওয়ামী লীগের দলীয় একক প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়।
গত ১৬ ফেব্রুয়ারী নির্বাচন কমিশন কতৃক ঘোষিত তফসিল অনুযায়ী আগামী মার্চের ২৯ তারিখে আসন্ন বন্দরনগরী চট্টগ্রাম (বানিজ্যিক রাজধানী খ্যাত) চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচন অনুষ্ঠিত হইবে।
নির্বাচন কমিশনের নতুন নিয়মানুযায়ী ঐদিন ভোট গ্রহণ ৮টার পরিবর্তে সকাল ৯ থেকে বিকেল ৫ ঘটিকা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ হবে।