বান্দরবান প্রতিনিধি:
বান্দরবান জেলার নাইক্ষংছড়ি উপজেলার একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হাজী এম এ কালাম সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদায় দুই দিন ব্যাপি নানা অনুষ্ঠান মালার মাধ্যমে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।
২১ শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে সকাল ৭ঃ৩০ মিনিটে কলেজের অধ্যক্ষ জনাব ও আ ম রফিকুল ইসলামের নেতৃত্বে কলেজের অনান্য শিক্ষক -শিক্ষিকা ও শিক্ষার্থীদের নিয়ে প্রভাতফেরির মাধ্যমে কলেজ ক্যম্পাসে অবস্থিত শহীদ মিনারে পুস্পস্তাপক অর্পণ করেন।এ সময় শিক্ষক পরিষদের পক্ষ থেকেও পুস্পস্তাপক অর্পণ করা হয়।
এরপর সকাল ৮ ঘটিকায় একই ভাবে অধ্যক্ষের নেতৃত্বে শিক্ষক শিক্ষিকা সহ কলেজের সু সজ্জিত রোবার স্কাউট দল ও সাধারণ শিক্ষার্থীরা শহীদদের স্মরণে র্যলী বের করে উপজেলা চত্ত্বর প্রদক্ষিণ করে। সকাল ৯ টায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ গ্রহণ করে। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় ও অংশ গ্রহণ করে।
২২ ফেব্রুয়ারি সকাল ১১ঘটিকায় কলেজ মিলনায়তনে ভাষা শহীদের স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অধ্যক্ষ জনাব ও আ ম রফিকুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইকবাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ইমরান প্রমুখ।