নিজস্ব প্রতিবেদক, এম জাফরান আদনান.
(দৈনিক দেশ জনতার বানী)
চট্টগ্রাম সিটি নির্বাচনে কাউন্সিলর পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন জহিরুল ইসলাম জিয়া
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে ১৬ নং চকবাজার ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চকবাজার থানা বিএনপির যুগ্ম সম্পাদক মো. জহিরুল ইসলাম জিয়া।
জহিরুল ইসলাম (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয় নসিমন ভবন থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
চট্টগ্রাম কলেজ ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মো: রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন, রেজাউল জানান জিয়া ভাইকে ১৬ নং চকবাজার ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে দলের মনোনয়ন দিলে আমরা ছাত্রদল যুবদল সহ সকলে মিলে সর্বশক্তি প্রয়োগ করে নির্বাচনে বিজয়ী করার জন্য কাজ করে যাবো।
দৈনিক দেশ জনতার বাণী থেকে জহিরুল ইসলাম জিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি মুঠোফোনে জনতার বাণীকে জানান বিগত ২৫ বছর ধরে চট্টগ্রাম নগর ছাত্রদল যুবদল ও বিএনপির রাজনীতিতে সক্রিয় ভাবে জড়িত আছি সুতরাং বিগত দিনের আমার কর্মকান্ড সমূহের সঠিক মূল্যায়ন করে আশাকরি দল আমাকে ১৬ নং চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর পদে দল আমাকে মনোনয়ন দেবে, দল আমাকে মনোনয়ন দিলে সবাইকে সাথে নিয়ে সর্বাত্মক চেষ্টার মাধ্যমে নির্বাচিত হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে আরো বেগবান করবো ইনশাআল্লাহ।
গত ১৬ ফেব্রুয়ারী নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৯ মার্চ বন্দরনগরী চট্টগ্রাম (বানিজ্যিক রাজধানী খ্যাত) চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচন অনুষ্ঠিত হইবে।
নির্বাচন কমিশনের নতুন নিয়মানুযায়ী ঐদিন ভোট গ্রহণ ৮টার পরিবর্তে সকাল ৯ থেকে বিকেল ৫ ঘটিকা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ চলবে।