হৃদয়ে একুশের চেতনা ধারণ করে বিনম্র শ্রদ্ধা, মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে চট্টগ্রাম ওমরগনী এম ই এস বিশ্ববিদ্যালয় কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন আসন্ন চসিক নির্বাচনে কাউন্সিল পদ প্রার্থী ওয়াসিম উদ্দিন চৌধুরী।

রাত ১২টা ১ মিনিটে ওয়াসিম উদ্দিন এম ই এস কলেজ ছাত্র সংসদের নেতা কর্মী ও স্থানীয় এলাকাবাসীকে নিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন,
এ সময় নেপথ্যে বাজছিল অমর একুশের কালজয়ী গান, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি..।

ওয়াসিম উদ্দিন আগামী ২৯ মার্চে অনুষ্ঠিতব্য সিটি কর্পোরেশন নির্বাচনে ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড থেকে আ.লীগের দলীয় প্রার্থী হিসেবে কাউন্সিলর পদে ১ম বারের মত নির্বাচন করবেন।

তিনি ওমরগনি এম ই এস কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভাইস প্রেসিডেন্ট ভিপি ও নগর যুবলীগ আহবায়ক কমিটির সদস্য।

১৯৫২ সালের এই দিনে (২১ ফেব্রয়ারী) রাষ্ট্রভাষা বাংলার দাবিতে বাংলা ভাষাভাষি মানুষের রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে বাংলাদেশের (তৎকালীন পূর্ব পাকিস্তান) ছাত্র ও যুবসমাজসহ সর্বস্তরের মানুষ পাকিস্তানী শাসকগোষ্ঠীর ১৪৪ ধারা উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে আসেন। সেদিন ছাত্র-জনতার মিছিলে পুলিশ গুলি চালালে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিক গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেসকো) ১৯৯৯ সালে বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনটিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ স্বীকৃতি দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here