নিউজ ডেস্ক, এম. জাফরান আদনান।
কক্সবাজারের কুতুবদিয়ায় শাহ্ আব্দুল মালেক শাহ আল কুতুবীর বার্ষিক ওরশ মাহফিলে যাওয়ার পথে যাত্রীবোঝাই ২ টি ট্রলার ডুবে ব্যাপক হতাহত ও ২ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে বাঁশখালী চুনতি বাজারের দক্ষিন পাশে জলকদর খালে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শি সুত্রে জানা যায়, চট্টগ্রামের বাঁশখালী থেকে ছেড়ে আসা ওই ট্রলারে প্রায় ১১০ জনের মতো যাত্রী ছিল। এতে এক ট্রলার ডুবিতে ১ জন নিহত ও অন্য এক ট্রলার উল্টে আরো ১ জন নিহত হওয়ার খবর আসে ।

বাঁশখালী খানখানাবাদ ইউনিয়ন, রায়ছটা গ্রামের পান বিক্রেতা মোঃ মালেক (৪৮) পিতা মরহুম ইদ্রিস মিয়ার মৃত্যু হয়েছে। রায়ছটা স্থানীয় বিএনপি নেতা ও বাঁশখালী বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহেদুল হক (জাহেদ) দৈনিক দেশ জনতার বাণীকে এ তথ্য নিশ্চিত করেন।

এ ঘটনায় কাথরিয়া ইউনিয়নের দক্ষিন বাগমারা এলাকার ছমিয়া বাপের বাড়ীর মৃত রৌশনুজ্জানের পুত্র প্রবাসী মু. আক্কাছ (২৯) এর মৃত্যু হয়।
এতে আহত হয় অন্তত প্রায় ৩০ আহত জন ও একাধিক ব্যক্তি এখানে নিখোঁজ রয়েছে, তাদের উদ্ধারের জন্য বাঁশখালী ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার ইসতিয়াক খালেদ জানান, আক্কাছকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here