অনলাইন ডেস্ক, দেশ জনতার বাণী (এম জাফরান আদনান)
দেশের দ্বিতীয় বৃহত্তম জেলা বার সমিতি, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচন ২০২০ ইং (সিডিবিএ) নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল, চট্টগ্রাম জেলা ও দায়রা-জজ আদালতের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট এ এইচ এম জিয়াউদ্দিন।
১০ ফেব্রুয়ারী (সোমবার) অনুষ্ঠিত জেলা বার নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন জিয়াউদ্দিন।
এর আগে ২০০৮ সালে একই সমিতিতে সহ সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন।
সকাল ৯ ঘটিকা থেকে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত একটানা এ ভোট গ্রহণ হয়।
সকাল থেকে উৎসব মুখর পরিবেশে বিজ্ঞ আইনজীবীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
৫৮০০ আইনজীবী ভোটারের মধ্যে ৩৭০০ ভোটার ভোট প্রদান করেন।