মুহাম্মদ নূরুন্নবী
চঞ্চল মন হয় না শান্ত
রবের স্মরণে হয় না প্রশান্ত।
যখন মোরা রবের স্মরণে
ডাকিতে চাহি প্রতিজনে
তখন মোদের একি হয় গো
ডাকে দুনিয়া মনে মনে।
কী যে করি, ভয়ে মরি
ক্ষমা করো প্রভু মোদের।
ধরি যদি সাপ অতি তুলতুলে
বিষে ভরা সে নিবে রসাতলে
দুনিয়াতো সাপের দেহের মতো
বাঁধিবো না মোরা বাহুডোরে।
বিস্কুটতো মোরা খাই সকলে
প্যাকেট কী খাই মিশিয়ে জলে
দুনিয়াতো বিস্কুটের প্যাকেট
রাখিবো কেনো অতি যতনে।
দুনিয়ার মায়ায় হলে অন্ধ
পরকালে ফল পাবো মন্দ
চাই না চাই না দুনিয়া কিছুতে
ভালো প্রতিদান যেন পাই হাতে।
মানুষ মোরা বড়ো আজব
খাই আর সম্পত্তি জোড়ায়
দুনিয়ার মোহে জায়গা কিনে
আখিরাত যে পুরোটাই হারায়।
প্রিয় নবীতো ছিলেন না এমন
গড়ি মোদের যে রূপে জীবন
আল্লাহ রাজি খুশির তরে
গড়ব সুন্নাহপূর্ণ জীবন।