পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী বলেছেন, হিন্দু ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে তাদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপন করতে পারে সে জন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দির ও রামকৃষ্ণ মিশনে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

জাবেদ পাটোয়ারী বলেন, ‘সারাদেশে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। পূজার শেষ দিন পর্যন্ত এ নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে।’

আইজিপি বলেন, ‘আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনা ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা। প্রতি বছর আমাদের দেশে মণ্ডপের সংখ্যা বাড়ছে। এর মধ্যে দিয়েই অসাম্প্রদায়িক বাংলাদেশের চিত্র ফুটে উঠছে।’

আইজিপি জাবেদ পাটোয়ারী আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর রামকৃষ্ণ মিশনে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here