মুহাম্মদ নূরুন্নবী
ধরণীর এ মিছে মায়া
গড়িবে মিছে আশ,
রোদনে ভরিবে জীবন
কাটিবে বারো মাস।
এতো সুর এতো গান
সবিইতো সুখের জন্য,
সুখ যদি চাই পেতে
কাঁদিবো রবের জন্য।
জীবনের যত চাওয়া রয়েছে যে আমার
চাই যদি সৃষ্টির কাছে হবে ছারখার।
এতো শান্তি এতো সম্মান
দিয়েছেন রব আমায়,
কষ্টেও স্বস্তি দিয়ে
রেখেছেন তারি ছায়ায়।
নিজ জায়া যেমন কেউ
পরের সাথে দেখিতে নারে,
রবও তেমন পারে না সইতে
বান্দা যায় অন্যের দ্বারে।
জীবনের যত ভ্রান্তি করছি প্রতিক্ষণ
ক্ষমা ও প্রার্থনায় কাটাবো অনুক্ষণ।
পাপ হলে কাষমা চেয়ে
পবিত্রতা ঘোষণা করি,
প্রিয় নবীর দোলায় চড়ে
দিতে চাই দুনিয়া পাড়ি।