মুহাম্মদ নূরুন্নবী
এখনো সময় আছে, সাবধান কেন মোরা হয় না?
কবরের ডাক আসলে, এ জীবন রাখতে কেউ পারে না।
তবু কেনো বুঝি না, কিছুইতো ভাবি না,
কোনো মানুষ ঐ কবরে সঙ্গেতো যাবে না।
অবুঝ ভাবনা নিয়ে আর কতকাল এ সংসারে কাটাবো?
খেলনা নিয়ে খেলে খেলে এ সংসারের ধূলো কতো মাখাবো?
বুঝি না কেনো মোরা, কেনো যে বুঝি না!
গাফেলের পখ খুঁজে নিবো না।
ভালোবাসা যা ছিল, দুনিয়ার মানুষেরে দিয়েছি।
যাকে ভালোবাসায় কথা, তার কথা ভুলতে বসেছি!
কেনো যে এমন হয়, কিছুইতো বুঝি না।
কেনো যে বুঝিতে মোরা পারি না!
কেনো যে পারি না! কিছুইতো করি না!
দুনিয়ার মোহ ভুলে কবরের ডাক কেনো শুনি না?
কবরতো অতিথিবৎসল,
যে রূপ অতিথি যাবে সেরূপ আপ্যায়নে কোনো ভুল করে না।