মুহাম্মদ নূরুন্নবী
যে জীবনের শেষে মানুষ যাবে পরকালে
সে জীবন গড়তে মোদের শুধুই মন বলে।
জীবনতো ভাবলে এক সুন্দর ফুলের সাঁঝি
জীবনসাঁঝি সাজাতে মোরা হয় নাতো রাজি,
ভালোগুণের এ জীবনে করি না সমাহার
ভাবি নাতো এরূপ হলে সবি তো ছারখার।
জীবন মোদের করেছেন দান রহিম রহমান
নির্দেশ মতো গড়ে জীবন বাড়ায় মোদের মান,
সুন্দর জীবন গড়লে মোরা পাব সতেজ প্রাণ
সে প্রাণের সজীবতায় জোনো প্রভুর দান।
প্রভুর দানে তুষ্ট মোরা করি গুণগান
ক্ষমা করো প্রভু মোদের দাওগো পূর্ণ ঈমান,
ঈমান যে রূপ ছিল প্রভু বদরের সাহাবীর
সে রূপ ঈমান দিয়ে মোদের করো মহাবীর।
নানান দস্যু এখন মোদের করছে লাঞ্চনা
নিরাপত্তা ও শান্তি দাও, এটাই প্রার্থনা।