মুহাম্মদ নূরুন্নবী

হে মানুষ, তোমার অপরূপ রূপ ,ভেবেছো কোথায় পেলে?

বৃথায় তোমার মিথ্যে বড়াই নানান অজুহাত তুলে।

তোমারি হাতের প্রতিটি আঙ্গুল নিরেটতো হলো না

নিরেট হলে অতি ভারে কিছু ধরা যেত না।

তোমারি হাতের নখগুলোতো বাড়িছে ক্রমাগত

কিন্তু তোমার দাঁতগুলোতো রয়েছে সুসংগত।

চুলের বৃদ্ধি রয়েছে তোমার দেহেরতো তা নেই

খাচ্ছো ঘুরছো বকছো শুধু আসল কাজে নেই।

করিলো কে তোমায় সৃষ্টি? কে ঝড়ায় রহমতের বৃষ্টি?

ফলায় কে ফল ফলাদি? উত্তর চাই! উত্তর চাই!

অন্তর তোমার একি বলে! অদেখা কিছু নাই।

অবিশ্বাস শুধু অদেখায়!

হায়রে অবুঝ! তুমিতো তোমার পিঠ দেখো না।

পারো না দেখিতে বায়ু। না মানো যদি নাক চেপে দেখো,

অদেখা বিনা পারো কী বাঁচিতে?

পারিবে না পারিবে না, তবুও তুমি মানিবে না!

তুমিতো কোনো পশু নও পশুর থেকে সৃষ্টিও নও!

মানুষ তুমি সুবিজ্ঞ ও ভাগ্যবান, আনো ভাই আল্লাহতে ঈমান।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here