মৌলভীবাজারের শ্রীমঙ্গলের পশ্চিম লইয়ার কুল এলাকায় গ্রামবাসীর হাতে হনুমানের জীবন বিপন্ন হওয়ার কথা শুনে তাদের রক্ষায় এগিয়ে এল র্যাব-৯।
গ্রামের মানুষের গাছের ফলমূল-শাকসবজি খেয়ে ফেলা, ঘর-বাড়িতে ঢোকে তাণ্ডব করার কারণে সাধারণ মানুষ হনুমানের ওপর ক্ষুব্ধ হয়। ক্ষুব্ধ হয়ে হনুমান মারতে লাঠিসোঁটা ও গুলতি নিয়ে তাড়া করে বেড়াচ্ছিল গ্রামবাসী। পরে খবর পেয়ে র্যাবের একটি দল গ্রামে গিয়ে মসজিদের মাইকে হনুমানের ওপর হামলা না করতে বলে।