নিজস্ব প্রতিবেদক,
চট্টগ্রাম শাহ আমানত সেতু টোল বক্সের উভয় পাশে (দক্ষিণ ও উত্তর) দীর্ঘ আধ থেকে ১ কিলোমিটার ব্যাপক গাড়ী জ্যামে পড়ে আটকে থাকা এটি এখন নিয়মিত দৈনিক চিত্র, এতে চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের জনসাধারণের ভোগান্তি ও হয়রানির শেষ নেই। দৈনিক কৃত্রিম সৃষ্ট এই যানযটের কারনে অনেককে আর্থিক, সময় অপচয়, দ্রুত চিকিৎসা সেবা পাওয়া সহ আরো অনেক ধরনের লোকসান গুনতে হচ্ছে।
স্থানীয় সুত্রে জানাযায়, এই যানযটের যৌক্তিক কোন কারণ নেই, এর জন্য একমাত্র দায়ী টোল আদায় কর্মী ও ব্রীজের টোল আদায় কতৃপক্ষ, তাদের টোল আদায়ে বিড়ম্বনা, অবহেলা ও দায়িত্বহীনহীনতার কারনে প্রতিদিন দীর্ঘ এই কৃত্রিম যানযট হয়ে থাকে।
এছাড়াও এই কৃত্রিম যানজটের আরেকটি উল্লেখযোগ্য কারণ হলো ব্রীজের টোল আদায়ের জন্য দু’পাশে ৩ টি করে ৬ টি টোল বক্স থাকলে অনেকসময় সবগুলো টোল বক্সের কার্যক্রম লক্ষ্য করা যায় না, যার জন্য যানযট বহুগুণে বৃদ্ধি পায়।
চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজার দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি গুরুত্বপূর্ণ জেলার মধ্যে এই জেলা গুলো অন্যতম এই অঞ্চল সমুহে প্রবেশের অন্যতম প্রদান পথ শাহ আমানত সেতু, এই সেতুই চট্টগ্রাম বিভাগ দক্ষিণ অঞ্চলের মানুষদের চলাচলের একমাত্র পথ।
টোল আদায় কর্মী ও অত্র এরিয়ায় ট্রাফিক বিভাগ একটু আন্তরিক ও দায়িত্বশীল আচরণ করলে অনধিক ৬০ লক্ষ মানুষ এই পরিবহন ভোগান্তি থেকে খুব সহজেই পরিত্রাণ পাবে বলে আশা করছে পরিবহন যাত্রী ও স্থানীয়রা।