নিউজ ডেস্ক.
চট্টগ্রাম জেলার অন্তর্গত বাঁশখালী উপজেলা সড়কে বহু দিন হতে বাঁশখালী বাস মালিক সমিতি, বাস চালক, হেল্পার ও বিভিন্ন পরিবহন এজেন্ট কতৃক সাধারণ যাত্রীদেরকে জিম্মি করে হয়রানি আসছে। এই পরিবহন নৈরাজ্য ও হয়রানি বন্ধের নিমিত্তে ঐক্যবদ্ধ বাঁশখালী বিভিন্ন সেমিনার, আলোচনা সভা, মিটিং, মানববন্ধন করে আসছে। তারই ধারাবাহিকতায়
বাঁশখালী সর্বস্তরের জনসাধারণের পক্ষে ঐক্যবদ্ধ বাঁশখালীর ব্যানারে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ্যারাবিক ডিপার্টমেন্টের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এসএম রফিকুল আলমের নেতৃত্বে বাঁশখালী সড়কে পরিবহন নৈরাজ্য বন্ধ সহ বিভিন্ন দাবী আদায়ের লক্ষ্যে, সহকারী পরিচালক বিআরটিএ চট্টগ্রাম জেলা সার্কেল ইন্জিনিয়ার শাহ আলম মহোদয়কে আজ ১৬/০১/২০২০ ইং রোজ বৃহস্পতিবার বিকেল ৩ ঘটিকায় চট্টগ্রাম বিআরটিএ অফিসে সরাসরি এই স্মারকলিপি প্রদান করা হয়,

এর আগে ঐক্যবদ্ধ বাঁশখালীর পক্ষ হতে এর আগে চট্টগ্রাম জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছিল।
উক্ত স্মারকলিপিতে ঐক্যবদ্ধ বাঁশখালীর ৫ দফা দাবি সহ নানা অভিযোগ তুলে ধরা হয়েছে। আবেদনের বিরবণ ৫ দফা দাবি:

১) প্রশাসনের পক্ষ থেকে বাঁশাখালীতে পরিবহন সেবা দিতে ইচ্ছুক সকল বাস কোম্পানী (বিশেষ করে সানলাইন ও এস.আলম কোম্পানী) কে কম পক্ষে ৪টি কাউন্টার স্থাপনের মাধ্যমে যাত্রী সেবা প্রদানের সুযোগ করে দিতে হবে।

২) বাঁশখালীতে সেবাদানকারী সকল পরিবহনগুলোকে সরকার নির্ধারিত ভাড়ায় সকাল ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত যাত্রী সেবা দিতে হবে।

৩) কাউন্টার গুলোতে যাত্রীদের যথাযথ বসার ব্যবস্থা ও পয়োনিস্কাশনের ব্যবস্থা করতে হবে।৪) দুর্ঘটনা/এক্সিডেন্ট রোধে ফিটনেস বিহীন গাড়ী দ্বারা যাত্রী সেবা দেওয়া যাবে না।

৫) কাউন্টার ব্যতীত যাত্রী উঠা বন্ধ করা ও বাসের সংখ্যা বৃদ্ধি করতে হবে।

বাঁশখালীতে পরিবহন নৈরাজ্যের বাস্তব কিছু তথ্য মৌখিকভাবে, সহকারী পরিচালক বিআরটিএ চট্টগ্রাম জেলা সার্কেল ইন্জিনিয়ার শাহ আলম মহোদয় সমীপে তুলে ধরা হয়েছে। উক্ত স্মারক লিপিতে আরও তুলে ধরা হয়েছে বাঁশখালীতে যাত্রীদের সাথে বৈষম্যমূলক আচরণ সহ জাতীয় বা ধর্মীয় বিশেষ দিনে বাসের কৃত্রিম সংকট সৃষ্টি করার মাধ্যমে অতিরিক্ত ভাড়া আদায় ও অন্য যাত্রী সেবা প্রদানকারী বাস সমূহ কে সেবা দিতে বাধা প্রদান করে আসছে বাস চালক ও তাদের সহকারীরা। তথ্য নিয়ে জানা যায়, অন্য বাস কোম্পানীগুলো সেবা দিতে চাইলেও তাদের বিভিন্ন ধরণের হুমকি-ধমকিসহ এমনকি তাদের বাসে হামলা করে থাকে চিহ্নিত গোষ্ঠী। অনিয়ম, নৈরাজ্য, গলাকাঠা ভাড়া, বাসের কৃত্রিম সংকট সৃষ্টি করে যাত্রী হয়রানির বিরুদ্ধে এবং যাত্রী সেবা দিতে ইচ্ছুক কোম্পানিগুলোকে অনুমতি এবং দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করা হয়েছে,
আজকের স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের মুখপাত্র আরিফুল ইসলাম তায়েফ, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আতাউর রহমান আসাদ, বাঁশখালী ল’ স্টুডেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম. জাফরান আদনান, সাংবাদিক গোলাম সরোয়ার চৌধুরী, সাহাব উদ্দিন তালুকদার, ফারজানুল ইসলাম ইমন, মো: ইদ্রিস প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here