নিউজ ডেস্ক.
ইরাকের রাজধানী বাগদাদের উত্তরাঞ্চলে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যরা অবস্থান করছে এমন একটি সামরিক ঘাঁটিতে ফের রকেট হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনও সেনা হতাহত হননি বলে তাৎক্ষণিকভাবে জানা যায়। তবে চার জন ইরাকি সেনা সদস্য আহত হয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) রাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে এসব তথ্য জানানো হয়েছে।

বলা হয়, হামলার শিকার ইরাকের সেনা ঘাঁটিটির নাম ‘বালাদ’। বাগদাদ থেকে স্থানটি ৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত। সেখানে কমপক্ষে ছয়টি রকেট হামলা চালানো হয়।

যুক্তরাষ্ট্র ড্রোন দিয়ে ইরাকে অবস্থানরত ইরানি জেনারেল কাসেম সুলেমানিকে হত্যাকাণ্ডের পর ইরাকে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে পাল্টা ক্ষেপনাস্ত্র হামলা চালায় ইরান। যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে উত্তেজনা চলার মধ্যেই ফের এই রকেট হামলার ঘটনা ঘটলো। তবে এই হামলার দায় স্বীকার করেনি কেউ।

ইরাকের একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানান, কয়েকটি শেল বালাদ বিমান ঘাঁটির রানওয়েতে পড়েছে। এছাড়া গেটের কাছেও পড়েছে একটি। সেখানে দায়িত্ব পালন করছিলেন ইরাকি সেনারা, তারা আহত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here