আজ বুধবার ইরাকের ভূখণ্ডে অবস্থিত দুটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ ঘটনার পর বিশ্ববাজারে তেলের দাম দ্রুত গতিতে বাড়তে শুরু করেছে।
বিশ্বের বিভিন্ন গণমাধ্যম এমনটাই জানিয়েছে।

জানা গেছে, অপরিশোধিত তেলের দাম এশিয়ার বাজারে অন্তত ৪.৫ ভাগ বেড়ে প্রতি ব্যারেল তেল ৬৫.৬৫ ডলারে বিক্রি হচ্ছে। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে তেলের সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে বলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এছাড়া, বিশ্ববাজারে স্বর্ণের দাম এবং জাপানি মুদ্রা দামও দ্রুত গতিতে বেড়েছে।

একই সময়ে আন্তর্জাতিক বাজারে শেয়ার সূচকের মারাত্মক দরপতন ঘটেছে। জাপানের বেঞ্চমার্ক নিকির শেয়ার সূচকের পতন ঘটেছে ২২৫ পয়েন্ট যা শতকরা ২.৫ ভাগেরও বেশি। পশ্চিমা দেশগুলোতেও একই অবস্থা।

প্রসঙ্গত, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইরাকের ভূখণ্ডে অবস্থিত দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়।

ইরানের আইআরজিসি’র কুদস ব্রিগেডের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানির দাফন অনুষ্ঠান সম্পন্ন হওয়ার কয়েক ঘণ্টা পরই ইরান এ হামলা চালিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here