নিউজ ডেস্ক.

একসাথে সমবেত হই, জোরালো ভাবে আমাদের প্রাণের দাবী-দাওয়া তুলে ধরি,

আসুন, একসুরে এমন ভাবে ডাক দিই যেন এই ডাক বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বরাবর পৌছে যায়।

আমাদের এই ডাক সাম্যের ডাক, এই ডাক জন্মভূমিকে লুটেরাদের হাত থেকে বাঁচানোর ডাক, নিজেদের বাড়ি-ভিটা বাঁচানোর ডাক, মৃত্যুর পর কবরস্থান, জানাজার স্থান বাঁচানোর ডাক,

আসুন ‘মহেশখালী জাগ্রত ছাত্রসমাজ’ এর সাথে একাত্মতা প্রকাশ করে নিজেদের দাবী আদায় করে নিন। আওয়াজ তুলুন, আমরা উন্নয়ন চাই, গৃহহীন হতে চাইনা’ এই স্লোগানকে সামনে রেখে এই বিশাল জন সমাবেশের ডাক দেওয়া হয়েছে।

মহেশখালী জাগ্রত ছাত্রসমাজের (মহেশখালীবাসী) ৮ দফা সম্বলিত তাদের প্রাণের দাবী আদায়ের লক্ষ্যে আজ সোমবার মহেশখালী কালারমারছড়া মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জনসমাবেশকে সফল করার লক্ষ্যে মহেশখালীর সকল শ্রেণীপেশার মানুষ, ছাত্র-ছাত্রী, চাকুরিজীবী, পেশাজীবী, শ্রমিক, সাংবাদিক আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী, সরকারী কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছে মহেশখালী জাগ্রত ছাত্রসমাজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here