ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে দক্ষিণে বিএনপি’র মনোনয়ন পেয়েছেন বিএনপির সদ্য প্রয়াত ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং উত্তরের সিদ্ধান্ত আগামীকাল জানানো হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

তিনি বলেন,’যেহেতু দক্ষিণে আমাদের অন্য কোনো প্রার্থী নেই তাই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন আমাদের চূড়ান্ত প্রার্থী মনোনীত করা হয়েছে। উত্তরের সিদ্ধান্ত আগামীকাল জানানো হবে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

রিজভী সাংবাদিকদের বলেন, যারা প্রার্থী হতে চান তাদের দলের মনোনয়ন বোর্ড সাক্ষাৎকার নেবেন। সেখানে যাছাই বাছাই শেষে সিদ্ধান্ত ঘোষণা করা হবে। আশা করছি আগামীকাল (আজ) চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে। আর কাউন্সিলরদের প্রক্রিয়াতে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি দেখবে। এ বিষয়ে দুটি আলাদা টিম গঠন করা হয়েছে তারাই এ প্রক্রিয়া চূড়ান্ত করবেন।

ইভিএম নিয়ে বার বার আপনারা কথা বলেছেন, এ বিষয়ে নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে যাবেন কি-না এমন প্রশ্নে তিনি বলেন, এখনতো যাছাই বাছাই প্রক্রিয়া চলছে। এর পরেই আমরা ইভিএম ছাড়াও আনুষ্ঠানিক বিষয় নিয়ে নির্বাচন কমিশনকে জানাবো।

নির্বাচনে শেষ পর্যন্ত বিএনপি মাঠে থাকবেন কি-না? এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, নির্বাচন প্রার্থীর পক্ষে কাজ করে নেতা কর্মীরা। কিন্তু তফসিল ঘোষণা হওয়ার পর থেকেই দলের নেতা কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। এটা করা হচ্ছে বিএনপির কর্মী সমর্থকদের ভয় দেখানোর জন্য। তারপরেও বলব আমরা নির্বাচন করবো। আর সেখানে যতটুকু স্পেস পাচ্ছি সেটা ব্যবহার করব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here