® এম. জাফরান আদনান

আগামী ২৬ ডিসেম্বর সারাবিশ্ব এমন এক সূর্যগ্রহণ দেখবে যা শেষবার পৃথিবীর মানুষ দেখেছিল ১৭২ বছর আগে।
তাই এ সূর্য গ্রহণ দেখার জন্য অনেকে প্রস্তুতি নিচ্ছে, কেউ কেউ বিশেষ গ্লাস কিনে রাখছে।
অথচ সূর্য গ্রহণের সময় মহানবী (সঃ) খুবই ভীত থাকতেন, এসময় তিনি সালাত পড়তেন এবং আল্লাহর নিকট ক্ষমা চেয়ে দোয়া করতেন।
বিজ্ঞানীদের ভাষ্য মতে সূর্য গ্রহণের সময় উল্কা বা এস্টিরয়েড পৃথিবীকে আঘাত করার সম্ভাবনা থাকে, তাই এটিকে উৎসব না বানিয়ে আল্লাহকে ভয় করুন।
সূর্যগ্রহণ টি ঢাকায় শুরু হবে সকাল ৯টা ১মিনিট ১৬ সেকেন্ডে, ১০টা ২৮মিনিট ৯ সেকেন্ডের সময়ে সর্বোচ্চ সূর্যগ্রহণ হবে। ওই সময়েই সূর্য সবচেয়ে বেশি ঢাকা পড়বে চাঁদের আড়ালে, এবং সূর্যকে একটি অগ্নিবলয়ের মতো দেখাবে।
সর্বোচ্চ দুপুর ১২টা ৮মিনিট ২৫ সেকেন্ড পর্যন্ত চলবে।
তাই সবাই সতর্ক অবস্থান নেওয়া শ্রেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here