বঙ্গবন্ধু বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলবেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব গেইল। তবে কিন্তু তাকে বেশি ম্যাচে পাওয়া যাচ্ছে না। তিনি ম্যাচ খেলবেন মাত্র দুটি । তাও আসরের শেষ ভাগে।
সোমবার চট্টগ্রাম কর্তৃপক্ষ রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে দলের জার্সি উন্মোচন করে।
অনুষ্ঠানে বিসিবি পরিচালক ও দলটির টেকনিক্যাল ডিরেক্টর জালাল ইউনুস জানান, গেইলকে পাওয়া যাবে বড়জোর দুই ম্যাচে।
বিপিএলের আগের ছয়টি আসরই মাতিয়েছেন গেইল। দেশি-বিদেশি খেলোয়াড় মিলিয়ে এ টুর্নামেন্টের সবচেয়ে সফল ব্যাটসম্যান তিনি। সবচেয়ে বেশি সেঞ্চুরি, সবচেয়ে কম বলে সেঞ্চুরি, সবচেয়ে কম বলে ফিফটি- এমন দারুণ সব রেকর্ড আছে বাঁহাতি ওপেনারের।
ওয়েস্ট ইন্ডিজের বিস্ফোরক ব্যাটসম্যান গেইলকে ১ লাখ ডলারে (বাংলাদেশি টাকায় ৮৫ লাখ) ‘এ প্লাস’ ক্যাটাগরি থেকে দলে নেয় চট্টগ্রাম। ড্রাফট সম্পন্ন হওয়ার কিছুদিন পর জানা যায় গেইল নিজেই জানেন না তিনি বিপিএল খেলবেন!
ড্রাফটে নাম কীভাবে এলো সে প্রশ্নও ছুঁড়ে দেন টি-টুয়েন্টির ফেরিওয়ালা। শেষ পর্যন্ত গেইল খেলতে রাজি হলেও এবার তার বাংলাদেশ সফরটা খুবই সংক্ষিপ্ত।