মাঠের ভেতরে সতীর্থ আরাফাত সানিকে পিটিয়ে এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন পেসার শাহাদত হোসেন রাজিব।সেই সাতে নিষেধাজ্ঞার সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা গুণতে হচ্ছে তাকে।
জাতীয় লিগের ফাইনাল রাউন্ডের দ্বিতীয় দিনের ঘটনা এটি। যার সূত্রপাত বল ঘষা নিয়ে। বোলার শহীদের হাতে বল দেয়ার আগে রাজিব আরাফাত সানিকে বলেন, বল ঘষে দিতে। কিন্তু, সানি তা করতে অস্বীকৃতি জানান। তখন কথা কাটাকাটি হয় দু’জনের মধ্যে। এক পর্যায়ে আরাফাত সানিকে কষে চড় বসিয়ে দেন রাজিব। রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে লাথিও মারেন তিনি।
এসময়, বাকি সতীর্থরা চেষ্টা করেও তাকে থামাতে ব্যর্থ হন। এরপর, বিসিবির কাছে রিপোর্ট জমা দেন ম্যাচ রেফারি। নিজের দোষ শিকার করে নেন রাজিব। তারপরও পার পাননি শাস্তি থেকে।