অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের সাব এডিটর আহমেদ মনসুর ওরফে মনসুর আলীর মৃতদেহ রাজধানীর দক্ষিণ বনশ্রীর একটি বাসার ছয়তলা থেকে উদ্ধার করেছে পুলিশ। তিনি অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের ডেস্কে কাজ করতেন।

গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

খিলগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দক্ষিন বনশ্রীর ১০ তলা মার্কেট সংলগ্ন ১১ নাম্বার রোডের ৪২ নম্বর বাড়ির ৬ তলার বাসার দরজা ভেঙে মনসুরের(৩০) মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় তাকে বিবস্ত্র অবস্থায় পাওয়া যায়।

তিনি আরও বলেন, ঐ বাসায় মনসুরসহ আরও দুইজন থাকত। রাতে সংবাদ পেয়ে দরজা ভেঙে ফ্লোরের বিছানা থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ধারণা করা হচ্ছে স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হতে পারে। এছাড়া কিছু খেয়েছে কিনা ময়না তদন্ত প্রতিবেদন পেলে তা জানা যাবে।

মনসুর আলী ২০১৭ সালে বাংলা ট্রিবিউনে সাব এডিটর (সহ-সম্পাদক) পদে যোগ দেন। এর আগে তিনি দৈনিক ইত্তেফাকে কর্মরত ছিলেন। তার বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জের কোটালপাড়ায়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা বিভাগে মাম্টার্স ডিগ্রি অর্জন করেন। আহমেদ মনসুর ১৪ তম ব্যাচের ছাত্র ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here