আজ বেলা ১১টায় সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণা করেছেন ওবায়দুল কাদের। নতুন কমিটিতে সভাপতি দায়িত্ব পেয়েছেন নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন আফজালুর রহমান বাবু।
আজ শনিবার রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী উদ্যোনে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উদ্বোধনের মধ্য দিয়ে প্রথম অধিবেশন শুরু করা হয়। প্রথম অধিবেশন শেষে দুপুর আড়াইটায় পর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধানমন্ত্রী ইছহাক মিয়াকে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেক লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে আনিসুর রহমান নাইমকে দায়িত্ব দিয়েছেন।
অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হয়েছেন কামরুল হাসান এবং সাধারণ সম্পাদক পদে তারেক সাইদকে দায়িত্ব দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here