আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে অপসারিত ব্যারিস্টার তুরিন আফরোজ দোষী প্রমা‌ণিত হ‌য়ে‌ছেন।

আইনমন্ত্রী আনিসুল হক সোমবার দুপু‌রে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, তার বিরু‌দ্ধে আনিত অভিযোগ তথ্য প্রমাণের মাধ্যমে প্রমাণিত হয়েছে। তিনি (তুরিন আফরোজ) অপরাধীর সঙ্গে যে কথা বলেছেন তার রেকর্ড আমাদের কাছে আছে। সেখানে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তার গলা (কণ্ঠস্বর) প্রমাণিত হওয়ায় আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।

এর আগে সোমবার শৃঙ্খলা ও পেশাগত আচরণভঙ্গ এবং গুরুতর অসদাচরণের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে ব্যারিস্টার তুরিন আফরোজকে অপসারিত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সোমবার থেকে এ আদেশ কার্যকর হবে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।

২০১৩ সালের ২০ ফেব্রুয়ারি তুরিন আফরোজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদে নিয়োগ দেয়া হয়েছিলো বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here