পার্কভিউ হসপিটালে আধুনিক জ্ঞানভিত্তিক প্ল্যাটফর্ম NNI LC’র উদ্বোধন

Oplus_131072

 

খবর বিজ্ঞপ্তি: চট্টগ্রামের পার্কভিউ হসপিটালে চিকিৎসকদের জন্য আধুনিক জ্ঞানভিত্তিক প্ল্যাটফর্ম Nestlé Nutrition Institute Learning Center (NNI LC)-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। চিকিৎসাবিজ্ঞানে পুষ্টির গুরুত্ব তুলে ধরা এবং চিকিৎসকদের জন্য হালনাগাদ তথ্য ও আন্তর্জাতিক মানের রিসোর্স সরবরাহের উদ্দেশ্যে এ সেন্টার চালু করা হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসকবৃন্দ— অধ্যাপক ডা. এস এম আশরাফ আলী, অধ্যাপক ডা. চৌধুরী চিরঞ্জীব বড়ুয়া, ডা. আব্দুর রাজ্জাক সিকদার, ডা. মো. সগীর, অধ্যাপক ডা. চৌধুরী শর্মীলা বড়ুয়া এবং ডা. সাবরীনা আবেদীন।

এছাড়া অনুষ্ঠানে পার্কভিউ হসপিটালের মহাব্যবস্থাপক তালুকদার জিয়াউর রহমান শরীফ, হেড অব অপারেশন (ল্যাব) নাইমুর রহমান, এবং হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, চিকিৎসাবিজ্ঞানে পুষ্টির ভূমিকা অপরিসীম। Nestlé Nutrition Institute Learning Center চিকিৎসকদের জন্য সর্বশেষ গবেষণা, ক্লিনিকাল প্র্যাকটিস ও বৈজ্ঞানিক তথ্য বিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম তাঁর বক্তব্যে বলেন—
“এই উদ্যোগ চিকিৎসকদের হালনাগাদ জ্ঞান অর্জনে সহায়তা করবে এবং রোগীদের জন্য উন্নতমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে।”

উল্লেখ্য, Nestlé Nutrition Institute বিশ্বব্যাপী স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক জ্ঞান বিনিময়ের অন্যতম শীর্ষ প্ল্যাটফর্ম। পার্কভিউ হসপিটালে এ সেন্টার চালুর মাধ্যমে স্থানীয় চিকিৎসকরা এখন আন্তর্জাতিক মানের রিসোর্সে সরাসরি প্রবেশাধিকার পাচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here